অগ্নিসংযোগকারীদের শাস্তির দাবিতে দলিল লেখকদের সমাবেশ

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

অগ্নিসংযোগকারীদের  শাস্তির দাবিতে দলিল লেখকদের সমাবেশ

Sylhet dolil lekok photoসিলেট সদর সাবরেজিস্ট্রার দলিল লেখক সমিতির কার্যালয়ে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন দলিল লেখকরা। মঙ্গলবার দুপুরে সিলেট সদর সাব-রেজিস্ট্রার অফিসের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা এ দাবি জানান।
দলিল লেখকরা দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে সিলেট সদর দলিল লেখকদের কার্যালয়ে আগুন দিয়েছে। দিনের বেলা ঘটনা ঘটায় আগুন ছড়িয়ে পড়েনি। সিলেটবাসীর সম্পদ রেকর্ডরুম সহ দাপ্তরিক কার্যালয় অল্পের জন্য রক্ষা পেয়েছে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট সদর দলিল লেখক সমিতির সভাপতি হাজী মাহমুদ আলী ও পরিচালনা করেন সাধারন সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিলেট জেলা দলিল লেখক সমিতির সভাপতি আজিজুর রহমান লাল মিয়া, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এম ইকবাল হোসেন, সদরের সাবেক সভাপতি সুলতান মিয়া বাদশা, সদরের সাবেক আহবায়ক আলহাজ¦ কুতুব উদ্দিন, সদরের সহ-সভাপতি মুহিবুর রহমান জিলু, সিনিয়র দলিল লেখক হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান এরশাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, শেখ লোকমান মিয়া, অর্থ সম্পাদক আব্দুর রহিম, কবির আলী গাজী, শাহীন আহমদ, জাহাঙ্গীর হোসেন মান্নান, সাদেক আহমদ, রাশেদুজ্জামান রাশেদ, ইকবাল আহমদ ইমন, আব্দুল মালিক মনু মিয়া, নুরুল ইসলাম রাসেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী শনিবারের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলেও রোববার সিলেট সদর দলিল লেখক সমিতির সাধারন সভা ডেকে পরবর্তী করণীয় নির্ধারন করা হবে।

ফেসবুকে সিলেটের দিনকাল