৪ঠা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মে ২০, ২০১৬
অতিরিক্ত ডিউটি দেয়ায় নিজের হাতে গুলি করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর ক্ষোভ ঝাড়লেন হবিগঞ্জের লাখাই থানার কনস্টেবল আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার রাত ১টায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল আব্দুল আজিজ প্রায় এক বছর ধরে লাখাই থানায় কর্মরত আছেন। বেশ কিছুদিন ধরে আজিজকে থানায় কম্পিউটারের যাবতীয় কাজ করানো হতো। পাশাপাশি তাকে নিয়মিত ডিউটিও করতে হয়। কম্পিউটারে কাজ করার পর আবারও তাকে ডিউটি দেয়া হলে আজিজ অস্বীকৃতি জানায়। এ নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হকের সাথে কিছুদিন ধরে তার মনোমালিন্য চলে আসছিল।
বৃহস্পতিবার রাতে ওসি তাকে আবার ডিউটি দিলে আজিজ ক্ষুব্ধ হয়ে নিজের অস্ত্র দিয়ে নিজের হাতেই গুলি করেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই তাকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আব্দুল আজিজ ডিউটি করার সময় মিস ফায়ারিং হয়ে তার হাতে গুলি লাগে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D