৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৬
বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্ঠা ও বিশ্ব ব্যাংকের সাবেক টিম লিডার বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান মুন্না বলেছেন, সিলেটে প্লাষ্টিক কোম্পানী মধ্যে আলিফ মালটি ইন্ডাসট্রিয়াল পার্ক লিমিটেড কোম্পানী আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সহায়ক ভূমিকা পালন করবে। নিত্যপ্রয়োজনী আসবাবপত্রর মধ্যে প্লাষ্টিক সামগ্রীর কোন বিকল্প নেই। টিস্যু পেপার থেকে শুরু করে পানি পান করা পর্যন্ত প্লাষ্টিক সামগ্রী। আজ থেকে প্রায় ৪ শত বছর পূর্বে মানুষ নির্ভরশীল ছিল কৃষি সামগ্রীর উপর বর্তমান সময়ে সবকিছু হচ্ছে প্লাষ্টিক সামগ্রী দিয়ে।
তিনি বলেন এই এলাকার মানুষের আত্মকর্মসংস্থানে এই কোম্পানীটি সর্বক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করবে। ব্যাক্তিগত পক্ষথেকে এলাকায় যুবকদের আত্মকর্মসংস্থানে বিভিন্ন ধরনের ফার্ম সহ পরিকল্পনা ভিত্তিক প্রকল্প গ্রহন করলে আমি এই কোম্পানীর মাধ্যমে সকল ধরনের সহযোগিতার প্রদান করব।
তিনি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সিলেট সদর উপজেলার এয়ারপোট বাইপাস রোড বাইশ টিলায় আলিফ মালটি ইন্ডাসট্রিয়াল পার্ক লিমিটেড কোম্পানীর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আলিফ সিটির চেয়ারম্যান আলহাজ্ব মোতাহির হোসেন’র সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মাহবুবুল হক হাজারী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আনসার হোসেন, কোম্পানীর পরিচালক বজলুর রহমান সেলিম, সৈয়দ মোজাফর হোসেন, মোস্তাক আহমদ, খালেদ খান, কামাল পাশা, খালেদ হোসেন, তারেক হোসেন, জাকারিয়া হোসেন, খাদিমনগর ইউপি সদস্য সাকির আহমদ, এলাকার প্রবীণ মুরব্বী সাবেক মেম্বার আব্দুল করিম শুকুর, হাদী মিয়া, হাসান মিয়া, আব্দুর রহিম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা সমবায় অফিসার টিটু চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাইশ টিলা মসজিদের ইমাম ও খতিব।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D