সিলেট ২০শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১
অনলাইন ডেস্ক:
ভোটের মুখে তৃণমূলে তারকাদের যোগদানের পালা অব্যাহত। এবার তৃণমূলে যোগ দিলেন সংগীতশিল্পি অদিতি মুন্সি। এদিন তৃণমূল ভবনে সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে জোড়াফুল শিবিরে যোগ দেন অদিতি। যোগদান প্রসঙ্গে সৌগত বলেন, ‘আমি গর্বিত যে, আমার এলাকার মেয়ে অদিতি তৃণমূলে যোগ দিলেন।’ তৃণমূলে যোগদানের পর অদিতি বলেন, ‘খুব ভালো লাগছে এই দলে যোগ দিয়ে। আমায় যোগ্য মনে করায় প্রাণের দিদিকে ধন্যবাদ জানাই। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কৃতজ্ঞ।’ প্রার্থীতালিকা ঘোষণার মুখে অদিতির তৃণমূলে যোগদান উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে অদিতি বলেন, ‘যেভাবে আমাদের সংগীতশিল্পীদের জন্য চিন্তা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় না তাঁর মতো আর কেউ এভাবে ভাবতে পারেন। তিনি বাংলাকে মনে প্রাণে ভালোবাসেন। তিনি বাংলার প্রকৃত রূপকার। তিনি আমায় যেভাবে নির্দেশ দেবেন, সেইভাবে কাজ করার চেষ্টা করব। রাজনীতিতে আমার খুব একটা অভিজ্ঞতা নেই। বিয়ের পর আমার স্বামী ও শ্বশুরমশাইকে মানুষের কাজ করতে দেখেছি। আমিও সেই উপলব্ধি করতে চাই।’ উল্লেখ্য, ভোটের মুখে বুধবারই তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন নায়িকা। তৃণমূলে যোগদানের পর সায়ন্তিকা বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। যে দায়িত্ব দেওয়া হবে, সেটা যেন আমি ঠিকভাবে পালন করতে পারি, এজন্য আশীর্বাদ করুন। গত ১০ বছর ধরেই দিদির সঙ্গে রয়েছি। আজ থেকে দিদির হাত শক্ত করে এই লড়াই করব। মানুষের সেবা করব।’ তিনি আরও বলেন, ‘বাংলা কিন্তু নিজের মেয়েকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়।’ এইসময়
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd