১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭
নিজস্ব প্রতিবেদক
অনেক ভুল ত্রুটি সত্বেও শিক্ষাক্ষেত্রে সরকাররের সফলতায় দেশ-বিদেশের মানুষ খুশি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
শুক্রবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাব অায়োজিত কৃতি শিক্ষর্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, সরকারের অনেক ভুল ত্রুটি অাছে, ব্যার্থতা আছে; অনেক কিছুই করা সম্ভব হয়নি। তা সত্বেও দেশবাসী শিক্ষাক্ষেত্রে উন্নতির ধারাবাহিকতায় খুশি রয়েছেন।
শুধু দেশেই নয়, বিশ্বের অনেক দেশই সরকারের এই সাফল্যের কৌশলকে অনুসরণ করছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এছাড়াও শিক্ষার হার বেড়ে যাওয়া, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়াসহ শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই কৃতিত্বের অংশীদার জনগনও।
অনুষ্ঠানের শেষ পর্বে সিলেটে কর্মরত গণমাধ্যমকর্মীদের শতাধিক কৃতি সন্তানকে সনদ ও ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।
এরপর রাতে সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে ‘কাউন্সিলর আজাদ- জেলা প্রেসক্লাব বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা’র ফাইনাল খেলাশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন- দেশগঠনে শিক্ষার পাশাপাশি খেলাধূলারও গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে মানুষের মানসিকতা সুন্দর হয়। ব্যস্ততার কারণে সাংবাদিকদের চিত্তবিনোদন ও খেলাধূলার সুযোগ কম।
শুক্রবার রাত সাড়ে ৮ টায় নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল’র পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এড. মো. আব্বাস উদ্দিন, ব্যাডমিন্টন আম্পায়ার জহর চৌধুরী বাবু।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D