২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬
সিলেট নগরীর উপশরের এবিসি পয়েন্টে ভূমিখেকো ও জালিয়াত চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের আহবান জানিয়ে সাদারপাড়া, সৈদানীবাগ এলাকাবাসীর উদ্যেগে মানবন্ধন অনুষ্টিত হয়। গতকাল রবিবার সকাল ১১টায় এ মানবন্ধনটি অনুষ্টিত হয়েছে। সাদারপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ মিজানুর রহমান বশির মিয়ার সভাপতিত্বে ও জসিম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিখেকো ও জালিয়াত চক্র আজিজুল হোসেন, বাবুল হোসেন, সমরুল হোসেন, সাদেক হোসেন, মোবারক হোসেন, কালা আফজল, কালা নয়ন ও ককটেল সাব্বিরের নেতৃত্বে সাদারপাড়া এলাকার বাসিন্দা বশির মিয়ার ভাড়াটিয়ার উপর হামলা চালায়। এমনকি দীর্ঘদিন থেকে সৈদানীবাগ এলাকার আজিজুল গংদের সাথে দেওয়ানি মামলা চলছে। মামলায় সিলেট জজকোর্ট সৈয়দ মিজানুর রহমান বশির মিয়ার রায় প্রদান করেন। এরপর আজিজুল হোসেন গং হাইকোর্টে আপিল করলে হাইকোর্টও বশির মিয়ার পক্ষে রায় ও ডিগ্রী প্রদান করেন। এরপর আজিজুল গংরা নানাভাবে উক্ত জায়গাটি দখল করার পায়তারা শুরু করে। এমনকি তারা বশির মিয়ার ভাড়াটিয়াদের উপর হামলা করে দ্বিতীয় দফায় পূনরায় হামলা করতে গেলে এলকাবাসী ও ভাড়াটিয়াদের প্রতিরোধে তারা পালিয়ে যায়। এ ঘটনাকে ভিন্নখাতে নেয়ার জন্য উক্ত জায়গার অংশিদার বশির মিয়ার ভাগ্না শিবগঞ্জ সোনারপাড়া এলাকার বাসিন্দা সমাজসেবক উমেদুর রহমান উমেদ ও রাশেদুর রহমান রাশেদের নামে আজিজুল গং নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। উক্ত মানবন্ধনে লামাপাড়া, সোনারপাড়া, সাদাটিকর, তেররতন, শিবগঞ্জ ও উপশহরের বাসিন্দারা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D