অপ্রতিরুদ্ধ উসাইন বোল্ড, আবারও সোনা

প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৬

অপ্রতিরুদ্ধ উসাইন বোল্ড, আবারও সোনা

87538_1অপ্রতিরুদ্ধ উসাইন বোল্ড উসাইন বোল্ট, আবারও জিতলেন সোনা। অলিম্পিকে ১০০ মিটারের পর ২০০ মিটার স্প্রিন্টেও শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন জ্যামাইকান এই বিশ্বসেরা গতিদানব।

রিও গেমসের ১৩তম দিন বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় ২০০ মিটারের ফাইনালে বোল্ট সময় নিয়েছেন ১৯.৭৮ সেকেন্ড।

এ নিয়ে টানা তিন অলিম্পিকে ২০০ মিটারের সোনা জিতলেন বোল্ট। এই ইভেন্টে টানা তিন অলিম্পিকে সোনা জয়ের রেকর্ড আর কারও নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল