অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি ওলামা লীগের

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি ওলামা লীগের

135904অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেকে প্রতিবন্ধী ঘোষণা দেওয়ায় মন্ত্রিপরিষদ থেকে তাকে অব্যাহতি নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ  আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসী হামলা বন্ধসহ ১০ দফা দাবিতে আয়োজিত এক মানবন্ধনে এ আহ্বান জানানো হয়।

আওয়ামী ওলামা লীগের সভাপতি মোহাম্মদ আখতার হোসাইন বোখারী বলেন, অর্থমন্ত্রী নিজেকে প্রতিবন্ধী বলেন, তার নিজেরই অব্যাহতি নেয়া উচিত। কৃষকের উপর কর আরোপ করে এবং আখ চাষ বন্ধ করে তিনি তার এ কথার সত্যতা প্রমাণ করেছেন। আমরা আন্দোলনের মাধ্যমে তা রুখে দেব। পাটের মতো চিনি শিল্পকেও ঘুরে দাঁড়াতে সাহায্য করব।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল