২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ২২, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: “দুর্যোগে মোরা পাশে ছিলাম, আছি ও থাকবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অব্যাহত কর্মসূচীর অংশ হিসেবে ২১ জুন ২০২২ তারিখে বন্যাদুর্গত মানুষের মাঝে তৈরিকৃত খাবার ও মিনারেল পানি বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী ও কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল এবং কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ. সৈয়দ তকরিমুল হাদী কাবী এবং বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ এ কে এম মাহমুদ ইমন। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, বিগত ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার রাত হতে বন্যাদুর্গত মানুষেরা নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে সিলেট জেলা স্টেডিয়ামস্থ ক্রিকেট প্যাভিলিয়ন ভবনে প্রবেশ করেন। এমনকি সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়াম এবং জেলা ক্রীড়া ভবনও তাদের নিরাপদ আশ্রয়ের জন্য খোলা রাখা হয়েছে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক অবস্থানরত বন্যা দুর্গত মানুষদের জন্য তিনবেলা (সকাল. দুপুর ও রাত) খাবারের ব্যবস্থা করা হয়েছে-যা অব্যাহত রয়েছে। পাশাপাশি অত্র সংস্থার উদ্যোগে বিভিন্ন এলাকার বন্যা দুর্গত মানুষের মাঝে ২১ জুন ২০২২ তারিখ হতে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে-যা অব্যাহত থাকবে। উক্ত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৩ জুন ২০২২ বৃহস্পতিবার বেলা ০১.০০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া ভবনের সম্মুখস্থানে বন্যা দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে। এতে সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মজিবর রহমান উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D