অসুস্থ শিমুলের পাশে ছাত্রদল নেতৃবৃন্দ

প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৬

অসুস্থ শিমুলের পাশে ছাত্রদল নেতৃবৃন্দ

13663471_1029282157192050_1148549457_oঅসুস্থ ছাত্রদল নেতা মতিউর রহমান শিমূলকে দেখতে তার নয়াসড়কস্থ বাসায় জান সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, ছাত্রদল নেতা নাসির উদ্দিন রহিম, সাজন আহমদ তালুকদার, মাহবুব চৌধুরী, নাজিম উদ্দিন, রুম্মান আহমদ রাজু, রুবেল আহমদ।

নেতৃবৃন্দ এসময় তার আশু সুস্থতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল