অস্ট্রেলিয়ায় মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

অস্ট্রেলিয়ায় মহান বিজয় দিবস উদযাপন
অস্ট্রেলিয়া::  বাংলাদেশ জাতীয়তাবাদীদল নিউ সাউথ ওয়েলস স্ট্রেট বিএনপির উদ্দ্যোগে মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষে গত ১৮ই ডিসেম্বর ২০১৬ সিডনির রকডেলস্থ বনলতা ফাংশন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
পবিত্র কোরআন তেলোওয়াতে মাধ্যমে অনুষ্ঠান শুরুর পরপরই  বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশে গনতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নপুরুষ শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের  শাররিক  সুস্থাতার জন্য এক বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো:মোসলেহউদ্দিন হাওলাদার আরিফ।তিনি বলেন,স্বাধীনতার ৪৫ বছর পরও দেশে মুক্তিযুদ্ধের চেতনা ‘গণতন্ত্র নেই’ তাই গণতন্ত্র ফেরাতে সব দলমতকে এক কাতারে আনতে তারা সর্বশক্তি নিয়োগ করবেন। অথচ এখনও দুর্ভাগ্য ও হতাশার সঙ্গে বলতে হয়, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেনা। ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গোটা জাতিকে বিকৃত ইতিহাস উপহার দিচ্ছেন।যে স্বপ্ন গড়তে মুক্তিযুদ্ধ হয়েছিলো সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে নতুন করে শপথ নিতে হবে। আসুন, তৈরি হন। দৃঢ় সংকল্প চিত্তে শপথ গ্রহন করুন মুক্ত বাংলাদেশ গড়ে অপশক্তিকে পরাজিত করতে, দলমত নির্বিশেষে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ করে সর্বশক্তি নিয়োগ করতে হবে।
নিউ সাউথওয়েলস বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো:কামরুল ইসলাম শামীম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার উপদেষ্টা ড.জহিরুল হক মোল্যা,নেএকোনা জেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক  হাসান বিন শফিক সোহাগ,বিএনপি অস্টেলিয়ার সাংগঠনিক সম্পাদক মোঃনাসিম উদ্দিন আহম্মেদ,সহ সভাপতি হাবিব মোহাম্মদ জকি,মোবারক হোসেন,আবদুল কালাম আজাদ,যুগ্ম সাধারন সম্পাদক ও যুবদলের সভাপতি ইয়াসিন আরাফাত সবুজ,সহ সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ,কোষাধ্যক্ষ আজাদ কামরুল হাসান,প্রচার সম্পাদক মো:আবুল কাশেম,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকএস.এম খালেদ,সাহিত্যও প্রকাশনা বিষয়ক শেখ আবদুলাহ আল মামুন,ধম বিষয়ক সম্পাদক মোঃদিলোয়ার হোসেন,  স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ এন এম মাসুম,স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোয়াইমেন খান মিশু,যুবদলের সাংগঠনিক সম্পাদক জাবেদ হক জাবেল, সাউথ অস্ট্রেলিয়া বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কোরবান আলী,আলী বসীর নূর,মোঃ আব্দুল মজিদ,সুমন সরকার,মোঃ সোহাগ,মোঃ আবু সায়েম প্রমুখ।
 ড.জহিরুল হক মোল্যা বলেন, দেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনীতি নেই,আছে দলনীতি। এরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এর পরিপন্থি কাজ করে। স্বাধীনতার চেতনা কি একদলীয় শাসনদেশে গণতন্ত্র আসবে এ প্রত্যাশা করে বলেন, ‘এইদিন শেষ নয়। ধৈর্য্য ধরতে হবে। গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে।
হাসান বিন শফিক সোহাগ বলেন,গণতন্ত্র ফিরে আসার পথ কেউ রোধ করতে পারবেনা। একদলীয় নীতি বেশি দিন চলবেনা। সকল রাজনৈতিক দল-মত-শক্তিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। অনুষ্ঠানটি সাবলিলভাবে পরিচালনা করেন সাধারন সম্পাদক আন্তনী অনুপম গোমেজ। ভিক্টোরিয়া বিএনপির বিজয় দিবস উদযাপন।
বাংলাদেশ জাতীয়তাবাদীদল ভিক্টোরিয়া স্ট্রেট বিএনপির উদ্দ্যোগে মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষে গত ১৮ই ডিসেম্বর ২০১৬ মেলবোনের মধুমতি ফাংশন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।ভিক্টোরিয়া স্ট্রেট বিএনপির সভাপতি শরীফ আল মামুন দোলনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃতৌহিদ পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সহ সভাপতি মোঃআখলাকুর রহমান,ভিক্টোরিয়া স্ট্রেট বিএনপির প্রধান উপদেষ্টা জালাল আহম্মেদ কুমু,সিনিয়র সহ সভাপতি শামছুল আরেফিন বিপুল, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফা মোরশেদ নিথুন,সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম আলম,জলিলুর রহমান,আমিনুল ইসলাম নজরুল,আরাফাত ইয়াসিন,শফিউল ইসলাম,শফিক আহম্মেদ রানা সহ আর ও অনেকে।

ফেসবুকে সিলেটের দিনকাল