৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপি গণমানুষের দল। দমন, পীড়ন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে গুম করে হত্যা করছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সরকার আইন শৃক্সখলা বাহিনীকে অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীদেরকে দমনের কাজে ব্যবহার করছে। পুলিশ এবং র্যাব যদি নিরপেক্ষ আচরণ করে ২৪ ঘন্টার মধ্যেই আমরা জনগণকে সাথে নিয়ে আওয়ামীলীগ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারব।
শনিবার দুপুরে নগরীর পূর্ব বাকলিয়া কালামিয়া বাজারে পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম হাজী মোহাম্মদ ইসমাইলের ২য় মৃত্যূবার্ষিকী উপলক্ষে মৃত্যূবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, প্রয়াত বিএনপি নেতা হাজী ইসমাইল ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ নেতা। বাকলিয়ায় বিএনপিকে সংগঠিত করার জন্য সে নিরলসভাবে কাজ করেছিল। মৃত্যূর পূর্বেও অসুস্থ অবস্থায় পুলিশ তাঁকে মিথ্যা মামলায় আসামী করে হয়রানী করেছিল।
মৃত্যূবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপিনেতা অধ্যাপক নুরুল আলম রাজু, আবদুল মান্নান, আফতাবুর রহমান শাহীন, হাজী মোহাম্মদ মহিউদ্দিন, নবাব খাঁন, আলী ইউসুফ, কামরুল ইসলাম, গাজী সিরাজউল্লাহ, হাসেম সওদাগর, শাহজাহান সিরাজ, জিয়াউর রহমান জিয়া, সাইফুল আলম নীরব, মোহাম্মদ আলমগীর, মোহাম্দ নুরুদ্দীন, মোহাম্মদ জসীম, মোহাম্মদ মুজিব, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ জাকির, মোহাম্মদ ফারুক, মহিলা দলনেত্রী মুন্নি, কামরুন নাহার ও সাহেদা পারভীন প্রমূখ।
প্রধান বক্তার বক্তব্যে ডাক্তার শাহাদাত হোসেন বলেন, বৃহত্তর বাকলিয়া হচ্ছে বিএনপির দূর্ভেদ্য ঘাটি। বিএনপি ক্ষমতায় থাকাকালে আবদুল্লাহ আল নোমান যখন মন্ত্রী ছিলেন তিনি বাকলিয়ায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছিলেন। বাকলিয়ায় স্কুল, কলেজ প্রতিষ্ঠাসহ আমব্রেলা প্রজেক্ট করে সিটি কর্পোরেশনকে বিশেষ থোক বরাদ্দ দিয়ে বাকলিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় বাকলিয়ার মানুষ আবদুল্লাহ আল নোমানের কাছে কৃতজ্ঞ।
তিনি বলেন, বর্তমান সরকার বাকলিয়ার উন্নয়নে কিছুই করেনি। বাকলিয়ার রাস্তা-ঘাটের অবস্থা খুবই খারাপ। সিটি কর্পোরেশন এবং সিডিএ বাকলিয়াবাসীর সাথে বিমাতাসুলভ আচরণ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D