আওয়ামীলীগ হচ্ছে একটি লিজেন্ড, আওয়ামীলীগ হচ্ছে একটি ঐতিয্য, একটি চেতনা-এম. এ. আসিফ খান

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৬

আওয়ামীলীগ হচ্ছে একটি লিজেন্ড, আওয়ামীলীগ হচ্ছে একটি ঐতিয্য, একটি চেতনা-এম. এ. আসিফ খান

যারা আওয়ামীলীগের সাথে অন্যা172056_203515586326205_6331610_oন্য দলের তুলনা করেন তাদের কে বলছি কিংবদন্তির সাথে কখনো নব্য কিছুর তুলনা করা যায়না। আওয়ামীলীগ হচ্ছে একটি লিজেন্ড,
আওয়ামীলীগ হচ্ছে একটি ঐতিয্য, একটি চেতনা. আওয়ামীলীগ এর জন্ম হয়নি কোন ক্যান্টনমেন্ট এ, কিংবা হয়নি কোন পুজিবাদী গোষ্ঠির
হাতে. আওয়ামীলীগ এর জন্ম হয়েছে নির্যাতিত মানুষের রক্ত দিয়ে, সুশিক্ষিত মধ্যবিত্ত পরিবারের আদর্শ আর চেতনার মাধ্যমে, দলের কান্ডারী হিসেবে ছিলেন সেইসব ব্যক্তি যাদের বিপ্লবে কেপে উঠেছিল স্বয়ং ব্রিটিশ রাজ, ছিলেন সোহরাওয়ার্দী, আবুলহাশিম, ভাসানী আর তাদের উত্তরসুরী হিসেবে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর ছিলেন তাজউদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ. রাজনীতির এই সন্নাস তুল্য ব্যক্তিরা রাজনীতি করেননি টাকা কমানোর জন্য, তাদের অনেকেরই সংসার চলত টানা টানির মাঝে. আর তাদের ছেলে পুলেরাও খুলে বসেনি হাওয়া ভবন এর মত কোন অদ্ভুত অফিস.
দেশপ্রেম, মানবতা, আদর্শ আর মুক্তি যুদ্ধের চেতনায় গড়ে উঠেছিল আওয়ামীলীগ। তাই আওয়ামীলীগ হচ্ছে একটি ধ্রুপদী দল. এতে আছে
বাংলার মাটির ঘ্রাণ। এর চেতনার সাথে অন্য কোন দলের খাপ কখনো খায়না ।

এম. এ. আসিফ খান