২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬
৩০ অক্টোবর ২-১৬. রবিবার: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদে টানা দ্বিতীয়বারের মতো স্থান পেয়েছেন সিলেট বিভাগের তিন বর্ষীয়ান রাজনীতিবিদ। তারা হচ্ছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আবু নছর।
শনিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তিন’জনসহ উপদেষ্টামণ্ডলীর ৩৩ সদস্যের নাম ঘোষণা করা হয়। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সদ্যবিলুপ্ত কমিটিতে তারা তিনজনই উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। শুক্রবার রাতে সভাপতিমণ্ডলীর সভায় দলের উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ পূর্ণাঙ্গ কমিটির চূড়ান্ত অনুমোদন দেন দলের সভাপতি শেখ হাসিনা।
এছাড়াও ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট সংসদীয় বোর্ড ও ১৯ সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার/পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডেও সিলেট বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।
এর আগে গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।
কাউন্সিলররা শেখ হাসিনাকে কার্যনির্বাহী সংসদের বাকি ৭৯ সদস্যকে নির্বাচনের দায়িত্ব দিলে তিনি ১৯ জনের মধ্যে ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, কোষাধ্যক্ষ ও চারজন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এছাড়াও গত ২৫ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর নাম ঘোষণা করেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D