২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৬
১৯ সেপ্টেম্বর ২০১৬, সোমবার: ক্ষমতাসীন আওয়ামী লীগের বহুল প্রতিক্ষীত ২০ তম কাউন্সিলে প্রতিবেশী ও বন্ধুপ্রতীম রাষ্ট্রের বৃহৎ রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে প্রতিবেশী দেশ ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির সভাপতি অমিত শাহ, পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে আনার সর্বাত্নক চেষ্টা করছে আওয়ামী লীগ। দলের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব.) ফারুক খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী অক্টোবরের ২২-২৩ তারিখ আওয়ামী লীগের ২০ তম ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন আন্তজার্তিক অতিথিদের দায়িত্বে থাকা একটি প্রতিনিধি দল। ফারুক খানের নেতৃত্বে এ পর্যন্ত আওয়ামী লীগের কাউন্সিলে যোগদানের জন্য ২৭ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের ৮৫ জন নেতা, সাংবাদিক এবং বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে নিশ্চিত করা হবে কারা কারা কাউন্সিলে যোগ দিতে বাংলাদেশে আসছেন।
আওয়ামী লীগের একটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যা পর্যন্ত ৫৭ জন আন্তজার্তিক প্রতিনিধি বাংলাদেশে আসছেন বলে নিশ্চিত করেছেন। ভারত থেকে ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহকে যেকোন মূল্যে কাউন্সিলে আনতে চায়। এছাড়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকেও আওয়ামী লীগের কাউন্সিলে আনার ব্যাপারে আলোচনা হচ্ছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রয়োজনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাকে টেলিফোনে আমন্ত্রণ দিবেন বলে জানিয়েছে সূত্র।
ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের ভবিষ্যত কান্ডারি এবং দলের সহ-সভাপতি রাহুল গান্ধীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের বন্ধনকে আরো সুদৃঢ় করতে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম একবার রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছেন। জাতিসংঘের অধিবেশন থেকে ফিরে প্রধানমন্ত্রী নিজেও রাহুলকে ফোনে আমন্ত্রণ দিতে পারেন বলে জানা গেছে।
চীনের কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট গো ইয়ে জো ইতিমধ্যেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তানের রাজনৈতিক নেতাদের মধ্যে পাকিস্তান পিপলস পার্টির প্রেডিডেন্ট আসিফ আলী জারদারি এবং মহাসচিব লতিফ খোসাকে আমন্ত্রণ জানানো হয়েছে। লতিফ খোসা আসার আগ্রহ প্রকাশ করে ইমেইল পাঠালেও এখনো নিশ্চিত করেন নি আসিফ আলী জারদারি।
সাবেক ক্রিকেটার ও পাকিস্তানের উদীয়মান রাজনৈতিক নেতা তেহরিক ই ইনসাফের সভাপতি ইমরান খানকে আওয়ামী লীগের কাউন্সিলে আনতে যোগাযোগ করা হচ্ছে। আশা করা হচ্ছে তিনিও যোগ দিবেন কাউন্সিলে। অপরদিকে পাকিস্তানের ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক ইকবাল জাফরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরিমি করবায়েন, স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা নিকোলাস স্টারজিওন, কনজারভেটিব দলের নেত্রী ও প্রধানমন্ত্রী থেরাস মে, লিবারেল ডেমোক্যাটিক পার্টির টিম ফারেনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্টের রাজনৈতিক নেতাদের মধ্যে ডেমোক্রেটিক পার্টির সাবেক সিনেটর টিম কেইন, প্রতিনিধি জো বাইডেনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া রিপাবলিক দল থেকে পল রায়ান এবং কেভিন ম্যাকার্থিকে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সৌদি আবর, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, ভূটান, মালদ্বীপ, জাপান, জার্মানি, তুরস্কের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আন্তজার্তিক অতিথিদের মধ্যে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের প্রভাবশালী কয়েকটি গণমাধ্যমের কর্মীদেরও দাওয়াত দেয়া হয়েছে। মোট ২৭ দেশের ৮৫ জন বিদেশী প্রতিনিধির মধ্যে কমপক্ষে ২০ জন বিশিষ্ট নাগরিক রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক রয়েছেন।
আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিতে আসা বিদেশী প্রতিনিধিদের জন্য থাকা-খাওয়া এবং যাওয়া-আসার খরচ বহন করবে দলটি। এছাড়া সংসদের নতুন সদস্যদের কয়েকটি গ্রুপে ভাগ করে বিদেশীদের নিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন নিদর্শন ঘুরিয়ে দেখানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D