১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬
২৯ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার: আগামী ২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম ত্রি-বার্ষিক সম্মেলন। আর এ সম্মেলনকে কেন্দ্র করেই চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে সিলেট এর নেতারা কে কোন পদ পেতে যাচ্ছেন-এ নিয়ে চলছে হরেকরকম কথা-বার্তা। তবে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ এর ছেলে আজিজুস সামাদ ডন কে নিয়ে। দলের তৃণমূল নেতা-কর্মী থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে আজিজুস সামাদ ডন কে নিয়ে সৃষ্টি হয়েছে নানা কৌতূহল। আর তা হলো তিনি কি গুরুত্বপূর্ণ পদে আসছেন? প্রতি বারের মতো এবারো বঞ্চিত হবেন না তো? এমন নানা গুঞ্জন শোনা যাচ্ছে এখন সব মহলে।
এ মুহূর্তে আজিজুস সামাদ ডন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২১ তম ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য। আজিজুস সামাদ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসলে দলের জন্য অনেকটা ভালো হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। দলের পালকে যোগ হবে একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদের। তাদের আশা-তিনি সাংগঠনিক সম্পাদক অথবা সম্পাদকীয় গুরুত্বপূর্ণ পদ পাবেন। তাদের মতে,রাজনীতির বাইরে থেকেও নিজেকে আলাদা পরিচয়ে এলাকার মানুষের কাছে ইতোমধ্যে তিনি জনপ্রিয়তার প্রমাণ রেখেছেন। তরুণ এই ইঞ্জিনিয়ার অতিদৃঢ়তার সঙ্গেই এ কাজটিই করেছেন। তারা বলছেন, আজিজুস সামাদ ডন রাজনৈতিক পরিবারের ছেলে। তার পিতা স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংঘঠক। তার পারিবারের সুদীর্ঘ রাজনীতি এদেশের ইতিহাস-ঐতিহ্যের সাথে মিশে আছে। কিন্তুু পরিবারতন্ত্রের বাইরে থেকেও রাজনীতিতে আসার যোগ্যতা উনার রয়েছে। এটা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে বলে মনে করেন দলের নেতা-কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D