আওয়ামী লীগে শক্তিশালী ও দক্ষ নেতৃত্ব আসছে: সৈয়দ আশরাফ

প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৬

আওয়ামী লীগে শক্তিশালী ও দক্ষ নেতৃত্ব আসছে: সৈয়দ আশরাফ

saiyod-asraf-696x606১৯ অক্টোবর ২০১৬, বুধবার: ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে আগামী দিনের জন্য আওয়ামী লীগে শক্তিশালী ও দক্ষ নেতৃত্ব আসছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বুধবার দুপরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন ভেন্যু পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, অতীতের মতো এবারেও একটি উৎসবমুখর পরিবেশে সম্মেলন হবে। আওয়ামী লীগ যখন যে সিদ্ধান্ত নেয় তা বাস্তবে পরিণত করে। দেশ পরিচালনায় আমাদের যে অঙ্গীকার তা এই সম্মেলনের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে।

সম্মেলনের ভেন্যু সম্পর্কে তিনি বলেন, আমার জানা ছিলো না যে, এতো বিশাল পরিসরে এই আয়োজন হচ্ছে। আমার মনে হয়, আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিরাট কর্মযজ্ঞ দেখলে বিস্মিত হবেন।

এ সময় অন্যানের মধ্যে ছিলেন, আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার, কেন্দ্রীয় নেতা শফী আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল