আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া: শামসুজ্জামান দুদু

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া: শামসুজ্জামান দুদু

002_197716-16-4-696x392৩০ অক্টোবর ২-১৬. রবিবার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল-বিএনপি অংশ নেবে বলে জানিয়ে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নেব এই ভেবে সরকারের মাথা গরম হয়ে গেছে। তবে যে যাই বলুক, আগামীর সরকার বিএনপির সরকার। আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।’

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ স্মরণে জিয়া পরিষদ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। তবে নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থাকতে পারবে না। তাকে সরে যেতেই হবে। এসময় আগামী নির্বাচনে কেউ জনগনের ভোট কারচুপি করতে গেলে তাদের ঠ্যাং ভেঙ্গে ফেলারও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, আব্দুল কুদ্দুস, মো. শফিকুল ইসলাম, আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল