আন্তর্জাতিক মিডিয়ায় ‘গুলশানে হামলা’

প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০১৬

আন্তর্জাতিক মিডিয়ায় ‘গুলশানে হামলা’

file (1)বিবিসির খবরে বলা হয়, ঢাকার কূটনীতিক জোনের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় বন্দুকধারীরা ঢুকে বেশ কয়েকজনকে পণবন্দি করে। বন্দুকধারীর সংখ্যা আট থেকে নয় জন। পণবন্দিদের মধ্যে কয়েকজন বিদেশীও রয়েছে।
এতে বলা হয়, বন্দুকযুদ্ধে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছৈন। আহত হয়েছেন প্রায় ৩০ জন।

আল জাজিরার খবরে বলা হয়, ৯ জনের মতো বন্দুকধারী কূটনীতিক জোনে একটি রেস্তোরাঁয় হামলা চালিয়েছে। তারা ২০ জনের মতো লোককে পণবন্দি করে রেখেছে। এদের বেশির ভাগই বিদেশী। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, বন্দুকধারীরা বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজনকে পণবন্দি করেছে।

এনবিসির খবরে বলা হয়, বন্দুকধারীরা চার অফিসারকে হত্যা করেছে। এছাড়া বেশ কয়েকজনকে পণবন্দি করে রেখেছে।
এতে বলা হয়, এক পণবন্দি পালিয়ে গেলে গেলে এবং কর্মকর্তারা তার সহায়তায় ছুটে গেলে একটি গ্রেনেড বিস্ফোরিত হয়। তখনই বেশির ভাগ হতাহত ঘটে।
ফক্স নিউজের খবরে ৯ হামলাকারীর আল্লাহু আকবর বলে হামলার কথা বলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল