আন্তর্জাতিক যুব দিবস ২০১৬ উপলক্ষে ধ্র“বতারা সিলেটের শোভাযাত্রা

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬

আন্তর্জাতিক যুব দিবস ২০১৬ উপলক্ষে ধ্র“বতারা সিলেটের শোভাযাত্রা

drobo taraধ্র“বতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলার আয়োজেন আন্তর্জাতিক যুব দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকাল ৩টায় যুব শুভাযাত্রা ও সাড়ে ৩টায় জিন্দাবাজারস্থ প্রীতিরাজ রেষ্টুরেন্ট হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সার্ক ইয়ুথ এসোসিয়েশনের বাংলাদেশের সমন্বয়ক ও ধ্রবতারা সিলেট জেলার সভাপতি মোঃ সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ নাইমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, সহ সভাপতি খয়রুল ইসলাম কামরুল ও সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম।
যুব শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ পরিচালক মোঃ আলাউদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলার সভাপতি আফসার আজিজ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এমদাদ রহমান, জুনিয়র চেম্বার আন্তর্জাতিক ঢাকা আপটাউনের সভাপতি ও হোটেল স্টার পেসিফিক এর পরিচালক সালেহীন এফ নাহিয়ান, সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ চৌধুরী নয়ন, শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকি শাহ ফরিদী, যুব সংগঠক আকিকুর রহমান আকিফ, সফল বিভাগীয় যুব সংগঠক পদকপ্রাপ্ত আলী আহসান হাবিব, ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেন সুহেল, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সাধারণ সম্পাদক এম এ সালমান, গোলাপগঞ্জ ডেভেলাপ সোসাইটির সভাপতি জাহিদুর রহমান রাতুল, ইসলামপুর যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য বদরুল ইসলাম।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি শাহিন আহমদ, জাহের আহমদ মারুফ, মোঃ আমান উদ্দিন, আশফাক উদ্দিন আহমেদ, আফজল আল মামুন, মুনিব আহমদ, আবুল হাসনাথ, মারজুল আলম লিটু, মাছুম আহমদ, শামীম আহমদ, নুরুল ইসলাম নুরু, সোনিয়া আক্তার ইতি, হাসান তালুকদার সোহেল, শাহীন আহমদ, সুমন আহমদ, আবু সুফিয়ান, শেখ ফাহিম জিলানী, আবু তাহের প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল