২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জননন্দিত সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের মৃত্যুতে তার বাসায় ছুটে যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমরা সিলেটবাসী এমন মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু হঠাৎ শুনতে পেলাম তিনি (কামরান সাহেব) আর নেই। আমরা তাকে চিকিৎসার জন্য বিদায় দিয়েছিলাম। তার এই অসময়ে চলে যাওয়া সিলেটবাসীর জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
তিনি বলেন, তিনি অজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। মানুষের প্রতি ছিল তার ভালোবাসা। তাকে ভালোবাসেন, বুকে ধারণ করেন অনেকেই। তাই শেষ সময়ে চেয়েছি নগরভবনে তার মরদেহ নিতে। কিন্তু সরকারের স্বাস্থ্যবিধি মানতে গিয়ে তাকে নগরের মানিকপীর (র.) মাজারে জানাজা শেষে দাফন করা হবে।
এরইমধ্যে দলীয়ভাবেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক মেয়র কামরানের শুভাকাঙ্খীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে আপনারা যারা আসতে পারেনি। তারা মসজিদে, মন্দিরে যে যেখানে পারেন তার জন্য প্রার্থনার আহ্বান জানান তিনি।
এদিকে বদর উদ্দিন আহমদ কামরানের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্যবিধি মেনে হযরত মানিকপীর (র.) মাজারে জানাজা শেষে দাফন করা হবে। তবে ঢাকা থেকে আসার পর তার মরদেহ প্রথমে ছড়ারপার বাসায় নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D