আমার দেশ, শীর্ষ নিউজ, দিনকাল সহ ৩৫ অনলাইন পত্রিকা বন্ধে সিলেট বিভাগীয় ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ৬:০২ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

আমার দেশ, শীর্ষ নিউজ, দিনকাল সহ ৩৫ অনলাইন পত্রিকা বন্ধে সিলেট বিভাগীয় ছাত্রদলের নিন্দা

13913687_995984593857220_6828738327786183795_oসরকার কর্তৃক জনপ্রিয় নিউজ পোর্টাল আমার দেশ, শীর্ষ নিউজ, দিনকাল সহ ৩৫টি অনলাইন পত্রিকা বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে সকল পত্রিকা খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা। শুক্রবার এক যৌথ বিবৃতিতে- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) জাকির হোসেন উজ্জল বলেন- সরকার কর্তৃক আমার দেশ, শীর্ষ নিউজ, দিনকালসহ ৩৫টি অনলাইন পোর্টাল ও ওয়েবসাইট বন্ধ করা গনমাধ্যমের কণ্ঠরোধ করার গভীর ষড়যন্ত্রেরই অংশ। সরকার কর্তৃক সত্য প্রকাশের কারনে- আরটি নিউজ টোয়োন্টিফোর, হক কথা, আমরা বিএনপি, রিয়েলটাইম নিউজ, বিন্যাশন টোয়োন্টিফোর, ন্যাশন নিউজবিডি, ভোরের আলাপ, বাংলাস্পট টোয়োন্টিফোর, ডেইলি টাইমস টোয়োন্টিফোর, মাই নিউজবিডি, লাইভ খবর, রিখান, শীর্ষ নিউজবিডি, নতুনের ডাক, সিলেট ভয়েস টোয়োন্টিফোর, সময় বাংলা, প্রথম নিউজ অনলাইন পত্রিকা এবং ব্লগ-বাংলা লেটেস্ট নিউজ, বিডি মিনিটর, বিডি আপডেট নিউজ টোয়োন্টিফোর, নিউজ ডেইলি টোয়োন্টিফোর বিডি, আমার দেশ অনলাইন, দৈনিক আমার দেশ, অন্যজগত টোয়েন্টিফোর, আমার বাংলাদেশ অনলাইন, দেশবিডি, ক্রািইম বিডিনিউজ টোয়েন্টিফোর, নতুন সকাল, শীর্ষ খবর, ওএনবি টোয়েন্টিফোর, দিনকাল অনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনার বাংলা ও টোয়োন্টিফোর বাংলাদেশ ব্লগ বন্ধ করে স্বাধীন মত প্রকাশের রাস্তা বন্ধ করা হয়েছে। কোন গনতান্ত্রিক সরকার গনমাধ্যমের কন্ঠরোধ করতে পারেনা। অবিলম্বে বন্ধ করে দেয়া সকল গনমাধ্যম খুলে দিতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল