সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
সেলিম মাহবুব ,ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেজে ব্যাবসায়ীদের কাছে চাঁদা দাবির ঘটনা ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ০১৭৩১৫৯৯৪৬৬ এই মোবাইল ফোন নাম্বার থেকে কল দিয়ে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের হাজী আয়বর আলী মার্কেটের বাচ্চু বেকারীসহ বেশ কয়েকটি দোকানের ব্যবসায়ীদেরকে বলা হয়- ‘আমি ইউএনও ছাতক বলছি, আপনাদের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জরিমানা এবং সিলগালা থেকে বাঁচতে হলে বিকাশ করতে হবে।’
এসময় ব্যবসায়ীরা হতভম্ব হয়ে পড়েন। তাৎক্ষণিক মার্কেটের মালিক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল গফফারের সাথে যোগাযোগ করা হলে তিনি ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের সাথে যোগাযোগ করে নিশ্চিত হন যে- কেউ তাদের সাথে প্রতারণা করার চেষ্টা করছে।
তবে কল করা ব্যক্তিকে শনাক্তকারী মোবাইল অ্যাপ ট্রুথ কলার দিয়ে এটি ‘সুমন কারিগর’ নামের একজনের বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে।
এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির জানান, কোনো প্রতারক ব্যাবসায়ীদের সাথে প্রতারণার চেষ্টা করেছে। এই নাম্বার ব্যবহারকারিকে শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি এই প্রতারকের ফাঁদে পা না দেয়ার আহ্বান জানান ব্যবসায়ীদের প্রতি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd