২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুন ২, ২০২০
অনলাইন ডেস্ক
কিছুদিন আগে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর রেশ কাটতে না কাটতেই ভারতের দিকে ধেয়ে আসছে আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।
বুধবার (৩ জুন) মুম্বাইয়ে প্রবল গতিতে আঘাত হানতে পারে নিসর্গ। আর তাহলে এ শতাব্দিতে ভারতের বাণিজ্যিক রাজধানীতে আঘাত হানা প্রথম ঘূর্ণিঝড় হতে যাচ্ছে এটি।
আগামী ২৪ ঘণ্টায় প্রবল শক্তি সঞ্চয় করতে পারে নিসর্গ। মঙ্গলবার দুপুরে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) মুম্বাই ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে উচ্চ সতর্কতা জারি করে।
সেখানকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রবল এ ঘূর্ণিঝড়ের আঘাতে ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ভারী বর্ষণ ও ব্যাপক ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এক বিবৃতিতে আইএমডি জানায়, বুধবার দুপুরে সর্বোচ্চ ১০০ থেকে ১১০ কিলোমিটার গতির বাতাস এবং প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে নিসর্গ।
ইতোমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে নিসর্গ মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি পর্যালোচনা করেছেন।
নিসর্গ মোকাবিলায় দুই রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৩০টিরও বেশি দল কাজ করছে। প্রতিটি দলে প্রায় ৪৫ জন সদস্য রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D