২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
চলমান করোনা মহামারীর এই ক্রান্তিলগ্নে মরণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। রবিবার দিনভর নগরীর আম্বরখানা-সুবিদবাজার ও মদীনা মার্কেট পয়েন্ট সহ নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত মাছ বাজার, কাচা বাজার ও সাধারণ মানুষের মাঝে সৌজন্যে মাস্ক বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, স্বেচ্ছসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতু, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম মখলিছ খান, সিনিয়র সহ-সভাপতি মানিক মিয়া, ৮নং ওয়ার্ডে সাধারন সম্পাদক আলী হোসেন মুক্তার, ৯নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফজলুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা আফসর খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও মহানগর যুবদল নেতা সফিক নূর প্রমূখ।
মাস্ক বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস বাংলাদেশে চরম আকার ধারণ করেছে। সারাদেশের ন্যায় সিলেটেও প্রতিদিন বাড়ছে করোনাক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা। এই মহামারী থেকে সুরক্ষা পেতে আমাদেরকে যতটা সম্ভব ঘরে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পড়তে হবে। বাসায় ফিরে সাবান দিয়ে ভালভাবে হাত মুখ ধুতে হবে। করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকল শ্রেনীপেশার মানুষকে সচেতন এবং সতর্ক থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D