সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৬
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারান্তরীন সিলেট সিটি কর্পোরেশনের জনন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীর গুরুতর অসুস্থ মাতাকে দেখতে তাঁর বাসায় গিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসভবনে তাঁর গুরুতর অসুস্থ মাতার শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও কেন্দ্রীয় সিলেট বিভাগী সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। উপস্থিত নেতৃবৃন্দ সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ মায়ের চিকিৎসার এবং পরিবারের যাবতীয় খোঁজ খবর নেন। সিটি মেয়রের অসুস্থ বৃদ্ধা মাতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন তারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু, সিলেট মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুস সামাদ তোহেল ও জেলা ছাত্রদল নেতা হানুর ইসলাম ইমন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন বলেন- অবৈধ সরকার কোন অপরাধে নয় শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই জননন্দিত সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে একটি ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা কারাগারে আটকে রেখে নির্যাতন চালাচ্ছে। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জনপ্রিয় মেয়রকে বরখাস্ত করা হয়েছে। পুত্রের উপর কারা নির্যাতন চলতে থাকলে কোন মাতাই ভাল থাকতে পারেনা। যার প্রমান আরিফুল হক চৌধুরীর বৃদ্ধ মাতা আজ গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে আছেন। মানবিক দৃষ্টি কোন বিবেচনা করে অবিলম্বে সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীকে মুক্তি দিয়ে অসুস্থ মায়ের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তিনি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd