সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক::
কয়েক সপ্তাহ আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে যোগ দিতে সিলেট সফর করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এদিন সমাবর্তনে বক্তব্যকালে সিলেটকে নোংরা বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন সিলেটকে একটা সুন্দর শহর মনে করেছিলাম। কিন্তু এসে দেখলাম একটি অপরিচ্ছন্ন শহর। যেখানে সেখানে ময়লা আবর্জনা, কলার খোসা পরে আছে।
শুক্রবার বিকেলে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রীকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তখন এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে দোষারোপ করেন।
তিনি বলেন- নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সিটি কর্পোরেশনের। কিন্তু তা ঠিক মত না করায় রাষ্ট্রপতির চোখে পড়েছে। এতে সিলেটের সুনাম ক্ষুন্ন হয়েছে। তিনি আরো বলেন- সিলেট শহরের যেখানেই তিনি যান দেখেন উন্নয়নের জন্য ভেঙে রাখা হয়েছে কিন্তু পরে কাজ শেষ হলেও সেটি ঠিক করার বিচার মেয়র খেয়াল রাখেন না। আমার বিশ্বাস এ বিষয়ে তারা আরো মনযোগী হবেন। এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশের জন্যও সাংবাদিকদের অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd