২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাণঘাতি করোনাভাইরাস দুর্যোগে কর্মহীন হয়ে পড়া ইলেক্টিশিয়ান ও ডেকোরেটার্স সমিতির সদস্যরা সরকারিভাবে আর্থিক প্রণোদনার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। রোববার (৩১ মে) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা ইলেক্টিশিয়ান ও ডেকোরেটার্স সমিতির উদ্যোগে ভানুগাছ বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শতাধিক ইলেক্টিশিয়ান ও ডেকোরেটার্স শ্রমিকের অংশগ্রহণে এ মানববন্ধন কমসুচী পালন করা হয়।
ডেকোরেটার্স কারিগর সমিতির সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, সরকারি নির্দেশনায় লকডাউন মেনে কর্মহীন শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আর্থিক প্রণোদনার জন্য তালিকা দেওয়া হয়েছে, কিন্তু এখনো কোন আর্থিক সহযোগিতা শ্রমিকরা পায়নি। কমলগঞ্জ ইলেক্টিশিয়ান সমিতির সভাপতি মকছুদ আলী বলেন, করোনাভাইরাসের কারণে দীর্ঘ তিন মাস থেকে আমাদের কাজ নেই। আমরা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছি। সরকারের কাছে আর্থিক অনুদান প্রদানের দাবি জানিয়ে বলেন, স্থানীয়ভাবে কিছু খাদ্য সামগ্রী পেলেও অধিকাংশ শ্রমিক কিছুই পাননি।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক সাংবাদিকদের বলেন, প্রণোদনা বা আর্থিক অনুদানের বিষয়ে সরকারি কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে অবশ্যই সহযোগিতা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D