৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
ট্রেড লাইসেন্স নবায়ন ও নতুন ট্রেড লাইসেন্স প্রদান সংক্রান্ত কাজ দ্রুততার সাথে সম্পন্নের লক্ষ্যে এবার ১৫ দিন ব্যাপী ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে আজ (সোমবার) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।
কেবলমাত্র সিটি কর্পোরেশন এলাকায় পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সংক্রান্ত কার্যাবলী নয়, ওয়ান স্টপ সার্ভিসের আওতায় বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্স ও কর নির্ধারণ সংক্রান্ত নানা তথ্য ও সেবা প্রদান করা হবে জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
সকাল ১০টায় সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন করেন। ১৫দিন ব্যাপী এই ওয়ান স্টপ সার্ভিস চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত।
সিসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, “এর আগে আমরা ৩ দিন মেয়াদী ওয়ান স্টপ সার্ভিস চালু করেছিলাম, তাতে ব্যাপক সাড়া পেয়েছি। এবার ১৫ দিনের দীর্ঘ মেয়াদে এ ওয়ান স্টপ সার্ভিস পরিচালিত হবে, যা থেকে নগরীর ব্যবসায়ীরা ছাড়াও নগরীতে বসবাসরত সাধারণ মানুষ উপকৃত হবেন।”
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D