আল গণি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গ্যানাইজেশন’র দোয়া কামনা

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

আল গণি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গ্যানাইজেশন’র দোয়া কামনা

14807833_10155386578514942_645234643_o২৩ অক্টোবর ২০১৬, রবিবার:

সিলেটে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আব্দুল গণি মিয়ার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত আবিলদার মোহাম্মদ আলী গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

391970_10150608608804942_159452970_nআল গণি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গ্যানাইজেশন (এডিআইসিও)’র চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন পরিবারের পক্ষথেকে দেশী ও প্রবাসী সকলের কাছে রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল