২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬
২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার: আওয়ামী লীগ সঠিক রাজনীতির মূল সংকটাই ধরতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘দুঃখজনকভাবে সত্য আওয়ামী লীগ সঠিক সংকটটাই ধরেত পাড়ছে না। মূল সংকট নির্বাচনকালীন সময়ে নির্বাচন প্রক্রিয়া। যে পদ্ধতিতে নির্বাচন নিয়ে আসছেন। এভাবে কোনো দিনই জনগণের সঠিক প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে না। সেটা কখনই জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে না।’
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন। যৌথসভায় অংশ নেন দলের সম্পাদকমণ্ডলির সদস্যরা।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ২০তম সম্মেলনে উপলক্ষ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আমাদেরকে (বিএনপি) আমন্ত্রণ জানানোর জন্য তাদের ধন্যবাদ জানাই। আমরা খুশি হতাম যদি তারা বিএনপির কাউন্সিলে আসতেন। দু:খজনক হলে সত্য তারা শুধু আসেনই না, তারা বিভিন্নভাবে বিএনপির কাউন্সিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।’
তিনি বলেন, ‘বিএনপির প্রত্যাশা করেছিল অন্যান্য রাজনৈতিক দলের মত আওয়ামী লীগ বিএনপির কাউন্সিলে আসবেন গণতান্ত্রিক রাজনীতি পরিবর্তনের নতুন ধারার শুভ সূচনা করবেন। কারণ তারাই বর্তমানের ক্ষমতায় আছেন।’
আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির যোগদানের প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ইতিবাচক রাজনীতি করে এবং বিশ্বাস করে। আমন্ত্রণ পেয়েছি সিদ্ধান্ত নেবো। কিভাবে অংশগ্রহণ করব।’
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D