ইউনেস্কোর মহাপরিচালক পদে কাতারের হামাদকে সমর্থন দেবে বাংলাদেশ

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৬

ইউনেস্কোর মহাপরিচালক পদে কাতারের হামাদকে সমর্থন দেবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ইউনেস্কোর মহাপরিচালক পদে কাতারের হামাদ বিন আবদুলাজিজ আল কোয়ারিকে সমর্থন দেবে বাংলাদেশ।২০১৭ সালের অক্টোবরে প্যারিসে ইউনেস্কোর মহাপরিচালক পদে নির্বাচন হবে।

কাতারের আমিরী দিওয়ানের উপদেষ্টা হামাদ বিন আবদুলাজিজ আল কোয়ারি মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, হামাদ বিন আবদুলাজিজ আল কোয়ারি ইউনেস্কোর মহাপরিচালক পদে বাংলাদেশের সমর্থন চেয়েছেন।

হামাদ বিন আবদুলাজিজ প্রধানমন্ত্রীতে জানান, নিজের প্রার্থিতা ঘোষণা করার পর বাংলাদেশেই তিনি প্রথম সফরে এসেছেন।প্রধানমন্ত্রী এসময় বলেন, তিনি বাংলাদেশের সমর্থন পাবেন।

হামাদ বিন আবদুলাজিজ আল কোয়ারি ইউনেস্কোর মহাপরিচালক পদে প্রার্থী হওয়ায় সন্তোষও প্রকাশ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ইউনেস্কোর মহাপরিচালক পদে এই প্রথম মধ্যপ্রাচ্য থেকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে হামাদ বিন আবদুলাজিজ আল কোয়ারি বলেন, মুসলিম বিশ্বে শেখ হাসিনা অনুসরনীয়। প্রতিবন্ধী ও অটিস্টিকদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

এসময় মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দেহাইমি উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল