ইউপি নির্বাচন: দক্ষিণ সুরমা,বিশ্বনাথ ও গোলপগঞ্জে বিএনপি-৯,আ.লীগ-৭,স্বতন্ত্র-৮

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

ইউপি নির্বাচন: দক্ষিণ সুরমা,বিশ্বনাথ ও গোলপগঞ্জে বিএনপি-৯,আ.লীগ-৭,স্বতন্ত্র-৮

alll fil phot up nerbদক্ষিণ সুরমার উপজেলা:

দক্ষিণ সুরমার উপজেলার সাতটি ইউনিয়নে প্রাপ্ত বেসরকারী ফলাফলে বিএনপি সমর্থিত ৩, আওয়ামী লীগের ২ ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র ২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বরইকান্দিতে হাবিব হোসেন, কুচাই ইউনিয়নে আবুল কালাম ও দাউদপুর ইউনিয়নে এইচএম খলিল বিজয়ী হয়েছেন।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সিলামে ইকরাম হোসেন ও মোগলাবাজার ফখরুল ইসলাম সাইস্তা নির্বাচিত হয়েছেন।এছাড়াও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে জালালপুর ইউনিয়নে সুলাইমান হোসেন ও লালাবাজারে পীর মো. ফয়জুল হক বিজয়ী হয়েছেন।

গোলাপগঞ্জে আ. লীগ ৩, বিএনপি ৪ ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের বেসরকারী ফলাফল পাওয়া গেছে। ১১ টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৩টি, বিএনপির মনেনানীত প্রার্থী ৪ টি, জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী একটিতে, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

গোলাপগঞ্জের ১ নং বাঘা ইউনিয়নে বিএনপি বিদ্রোহী ছানা মিয়া (আনারস), ২ নং সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী আশফাক আহমদ চৌধুরী (ধানের শীষ), ৩ নং ফুলবাড়ি ইউনিয়নে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান (ধানের শীষ), ৪ নং লক্ষীপাশা ইউনিয়নে আ. লীগের বিদ্রোহী কবির আহমদ মুসন (ঘোড়া), ৫ নং বুধবারী বাজার ইউনিয়নে আ. লীগের বিদ্রোহী প্রার্থী মো. মস্তাব উদ্দিন (চশমা), ৬ নং ঢাকা দক্ষিণ ইউনিয়নে জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী শেখ মো, আব্দুর রহিম (ঘোড়া), ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নে বিএনপির প্রার্থী নাছিরুল হক শাহীন (ধানের শীষ), ৮ নং ভাদেশ্বর ইউনিয়নে বিএনপির জিলাল উদ্দিন (ধানের শীষ), ৯নং উত্তর বাদেপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মোস্তাক আহমদ (নৌকা), ১০ নং পশ্চিম আমুড়া ইউনিয়নে আওয়ামী লীগের মঈন উদ্দিন (নৌকা) ও ১১ নং শরীফগঞ্জ ইউনিয়নে আ. লীগের এমএ মুহিত হীরা (নৌকা) বিজয়ী হয়েছেন।

শনিবার রাতে স্থানীয় সূত্রে এ ফলাফল জানা গেছে। এখনো প্রার্থীদের প্রাপ্ত ভোটের নিশ্চিত হিসেব পাওয়া যায়নি।

বিশ্বনাথ উপজেলা:

সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে দুটিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি ও দুটিতে দুই দলের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শনিবার রাতে স্থানীয় এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে এ ফলাফল জানা গেছে।

উপজেলার বিশ্বনাথ সদরে আ. লীগের বিদ্রোহী প্রার্থী ফয়জুল হক (আনারস), দৌলতপুরে আ. লীগের আমির আলী (নৌকা), অলংকারীতে বিএনপির বিদ্রোহী নাজমুল ইসলাম রুহেল (চশমা), রামপাশায় আ. লীগের আলমগীর হোসেন (নৌকা), খাজাঞ্চিতে বিএনপির গিয়াস উদ্দিন (ধান) ও লামাকাজীতে ইউনিয়নে বিএনপির প্রার্থী কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল