সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
স্পোর্টস ডেস্ক
২০২০ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান সেনসেশন আর্লিং ব্রট হরলান্ড।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে ইতালিয়ান দৈনিক টুট্টোস্পোর্ট। তাদের এবারের গোল্ডেন বয় নির্বাচিত হয়েছেন হরলান্ড। তিনি এখন নরওয়ে নয়, ইউরোপের সোনার ছেলে।
গতবার এ পুরস্কার জিতেছিলেন পর্তুগিজ তরুণ জোয়াও ফেলিক্স। এবার সেটি গেল বরুশিয়ার তরুণ ফরোয়ার্ডের হাতে। ২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ গোল্ডেন বয় নির্বাচিত হয়েছেন হরলান্ড।
এ পুরস্কার জেতার পথে তিনি পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ জ্যাডন সানচো, বায়ার্ন মিউনিখের আলফনসো ডেভিস, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাসন গ্রিনউড এবং বার্সেলোনার আনসু ফাতিকে।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪টি গোল করেছেন হরলান্ড। এর মধ্যে ১৬টি তিনি করেছেন বরুশিয়ার জার্সি গায়ে। জার্মান ক্লাবটিতে যোগ দেয়ার আগে বাকি ২৮ গোল করেছেন অস্ট্রিয়ার চ্যাম্পিয়ন দল সালজবুর্গের হয়ে।
চলতি মৌসুমেও আগুনে ফর্মে আছেন ২০ বছর বয়সী হরলান্ড। এখন পর্যন্ত বুন্দেসলিগায় ছয় ম্যাচে ছয় গোল করে ফেলেছেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে করেছেন আরও চারটি। সব মিলিয়ে এ মৌসুমে ১১ ম্যাচে ১১ গোল করেছেন তিনি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd