ইতালি মিলান কনসুলেট জেনারেল এর আয়োজনে পালিত হয়েছে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জুন ১, ২০১৬

ইতালি মিলান কনসুলেট জেনারেল এর আয়োজনে পালিত হয়েছে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী

13330378_626283700860577_1326414363_n copy.jpg000ফেরদৌসী আক্তার পলি (মিলান, ইতালি): রবিবার বিকাল ৪ টায় মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেন মিলানো কনসুলেট জেনারেল রেজিনা আহমেদ,তিনি তার বক্তব্যে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন ,রবীন্দ্র নাথ ও নজরুল এই দুই মহান ব্যাক্তি সম্পর্কে এখানে জন্ম নেয়া শিশুদের ধারণা দিতেই আমাদের এই ব্যাপক আয়োজন ,অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশী কমিউনিটির নাজমুন কবির জামান ,হানিফ শিপন সহ আরো অনেকে,মহিলাদের আয়োজনে ছিল পিঠা উত্সব, ভাইস কনসাল নাফিসা মনছুর এর পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ,এতে রবীন্দ্র ও নজরুল এর বিভিন্ন গান ,কবিতা ,নাচ সহ মঞ্চ নাটকে অভিনয় করে প্রবাসী বাংলাদেশী শিশু কিশোররা ,দর্শক রাত পর্যন্ত দারুন উপভোগ করেছে অনুষ্ঠানটি ……

ফেসবুকে সিলেটের দিনকাল