ইফার খুতবা যারা অনুসরণ করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৬

ইফার খুতবা যারা অনুসরণ করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

kamrul kadomontiইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রণীত জুমার খুতবা যারা অনুসরণ করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ কোরআন ও হাদিসের আলোকে কি?’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, দেশের অনেক মসজিদের ইমামরা ইসলামী ফাউন্ডেশনের খুতবা প্রত্যাখ্যান করেছে। যারা এটি প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
তিনি বলেন, আমরা সকল মসজিদ মনিটরিং করছি। ইমামরা মসজিদে যা খুশি তাই বলতে পারে না। যারা খুতবা প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সংগঠনের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম বক্তব্য রাখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল