সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৬
নিখোঁজ হওয়া বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলী গুমের ৪ বছর পুর্তি উপলক্ষে সিলেট জেলা বিএনপি ঘোষিত মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে এম. ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার দিনভর পর্যায়ক্রমে গুম হওয়া সকল নেতাদের পরিবারের সাথে পৃথক সাক্ষাৎ করেন তারা। এসময় নিখোঁজ হওয়া নেতাকর্মীদের পরিবারের খোঁজ খবর নেন বিএনপি নেতৃবৃন্দ।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ-এর নেতৃত্বে জেলা বিএনপির প্রতিনিধি দল সকাল ৯টায় এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদী লুনা, ১০ টায় নিখোঁজ ছাত্রদল নেতা জুনেদ আহমদের পরিবার, ১১টায় ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পরিবার, বেলা ১টায় জননেতা এম. ইলিয়াস আলীর মাতা এবং বেলা ২টায় নিখোঁজ আনসার আলীর পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শফি আহমদ চৌধুরী ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দীন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা সাধারন সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা মঈনুল হক, জেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান নেছার, বিএনপি নেতা মুহিবুর রহমান মুহিব, হাজী গোলজার আহমদ, আব্দুল হাসিব, ছাত্রদল নেতা হানুর ইসলাম, এম এ মালেক, দিদার ইবনে তাহের লস্কর, এনামুল হক মাক্কু, সাজ্জাদ মিয়া, সোহেল ইবনে রাজা ও সুমন আহমদ বিপ্লব প্রমুখ।
নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের সাথে সাক্ষাৎ কালে জেলা বিএনপি নেতৃবৃন্দ তাদের ঘোষিত মাসব্যাপী কর্মসূচীর ব্যাপারে তাদেরকে অবহিত করেন। নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের সদস্যগন তাদের স্বজনদের ফিরে পেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
রবিবার মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে কোরআন খানি ও দোয়া মাহফিল এবং সকল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্ব স্ব এলাকায় কোরআন খানি ও দোয়া মাহফিল কর্মসুচীর কথাও নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের সদস্যদের অবহিত করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd