২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৬
৮ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার: সিলেট মহানগর বিএনপি নেতা ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খছরু ইসকনের দায়ের কৃত মামলা নিয়ে ফেইসবুক পোষ্টে যা বলেন তা হুবহুব তুলে ধরা হলো:
ইসকন মন্দির মামলা করেছে। ৩৪ জন এর নাম সহ আর অজানা ২৫০০! ভাল, অপরাধী যেই হোক তার শাস্তি সভ্য মানুষ হিসেবে আমিও চাই। কিন্তু মুসলমানের রক্ত ঝরলো এ জন্যে কি একজন ইসকনও দায়ী নয়! পুলিশ গুলি করলো ৯২% এর উপর, তাও ভাল – শান্তিতো হল! তবে মামলা কেন! আর হবেই যদি কাউন্টার মামলা কোথায়? পুলিশসুলভ আচরন যদি হত তাহলে উভয় পক্ষের মামলা নিয়ে প্রেশার সৃস্ঠি করে এতক্ষনে আপসরফা হয়ে যেতে পারতো। কিন্তু ইসকন এর এই ধৃস্ঠতার শক্তির খুটি আমরা বুঝি আর এও বুঝি ইসকনই হিন্দু নয়। তাই অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে সিলেটকে শান্ত রাখতে সংশ্লিষ্টদের ভুমিকা আমরা শান্তিপ্রিয় মানুষ আশা করছি! এই শান্তির মুল হল – অবিলম্বে আমার মুসলিম ভাইদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং এর বিকল্প নেই। দু:খ শুধু আমার দেশে আমাকেই চাইতে হয়! তবুও বলি অন্যথা এর দায় বড় ভারী হবে!! এরই মধ্যে দেখলাম কিছু সুশীল অসাম্প্রদায়িক ধর্মপ্রাণ সিলেটবাসী বা এরকম কিছু দাড় করিয়েছেন! কিন্তু যার রক্ত গেল তার তরে কোন দাবী নেই। তাও ভাল তবু শান্তি চাই! কিন্তু কেবল আমারই রক্ত যাবে! তবুও শান্তি চাই!? হ্যা আপাত: তবুও শান্তি চাই! কিন্তু মামলা প্রত্যাহার কর তবেই শান্তি চাই নচেত বড় ভারী পড়বে ভায়া!
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D