সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৬
দেশব্যাপী জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলা তৃণমুল ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার কুচাইবাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা জামিল আহমদ তালুকদার এর সভাপতিত্বে ও সাইদুর রহমান এবং আকবর হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, যারা ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্ঠি করে মানুষ হত্যা করে তারা দেশের শত্রু, জাতির, শত্রু, ইসলামের শত্রু। তারা কখনো মুসলমান হতে পারে না। দেশেকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্ঠি করতে জামাত-বিএনপি একের পর এক নৈরাজ্য সৃষ্ঠি করছে।
তিনি আরো বলেন, গুলশান- শোলাকিয়ায় জঙ্গি হামলা করে বিদেশী নাগরিক ও পুলিশদের হত্যা করে একের একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে সবাইকে ঐক্যব্ধ হতে হবে। তৃণমুল থেকে শুরু করে সবস্ত্ররের জনসাধারণ আজ মাঠে নেমে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি রইছ আলী, মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সায়েস্তা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সদস্য এডভোকেট আজমল আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী গোলজার আহমদ, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাহেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন শাহিন রুহুল, সাবেক যুগ্ম আহবায়ক কাহের আহমদ, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা যুবলীগের সদস্য মাহবুব আলম মজনু, কুচাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাজন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের উপ-বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, শাহিন আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুদ্ধাহত ও শহিদ পরিবার বিষয়ক সম্পাদক আফছাল আহমদ লিপু, দিলোয়ার হোসাইন, প্রবাসী আওয়ামীলীগ নেতা আবু হোসেন, রাকিব হোসেন, অর্নব হাসান প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd