৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭
নিজস্ব প্রতিবেদক: স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আগামীকাল মঙ্গলবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক শেষে এ প্রতিক্রিয়া জানানো হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যম এ তথ্য জানান। যদিও এরকিছুক্ষণ পূর্বে তিনি গণমাধ্যমকে অবহিত করেছিলেন আগামীকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিক্রিয়া জানাবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শামসুদ্দিন দিদার বলেন, আগামী কাল মঙ্গলবার দুপুরে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর বিষয়টি বাতিল করা হয়েছে। তবে মঙ্গলবার রাতে ২০ দলীয় জোটের বৈঠক শেষে এ প্রতিক্রিয়া জানানো হবে।
এদিকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ৯টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল. (অব:) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড.আব্দুল মঈন খান, এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া বিবেচনায় রেখে আগামী নির্বাচনকালীন সরকারের রুপরেখা নির্ধারণ করতেই মূলত এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। যার ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। পরবর্তীতে খালেদা জিয়া বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন রুপরেখা তুলে ধরে সংবাদ সম্মেলন করবেন বলেও জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D