৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৬
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ করবে বিএনপি। সংলাপে নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে গঠন হতে যাওয়া সার্চ কমিটির জন্য চারজন সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করবে দলটি।
দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সার্চ কমিটি গঠনে চার সদস্যের সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে রয়েছেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন ও বিচারপতি মোহাম্মদ ফজলুল করীম। অপর একজনের নাম এখনও চূড়ান্ত করা হয়নি। বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা চারজন বিচারপতির মধ্য থেকে অন্তত দুইজনকে সার্চ কমিটিতে রাখার ব্যাপারে জোরালো প্রস্তাব থাকবে।
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্বপশ্চিমকে বলেন, বঙ্গভবন থেকে আমরা আমন্ত্রণপত্র হাতে পেয়েছি। এখন আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে কারা সংলাপে যাবেন, তা চূড়ান্ত করা হবে। সার্চ কমিটিতে কারা থাকবেন, তার একটি তালিকার প্রস্তাবও করবো আমরা।
বঙ্গভবন থেকে সোমবার বিএনপিকে দেওয়া আমন্ত্রণপত্র নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যোগ দিতে বিএনপিকে ১০ সদস্যের প্রতিনিধি দলের নাম পাঠাতে বলা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়ার স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপিকে বলা হয়েছে, ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিনিধি দলের নামের তালিকা বঙ্গভবনে পাঠাতে।
উল্লেখ্য, ৬ ডিসেম্বর রিজভী আহমেদ ও ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মাইনুর রহমানের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার দেওয়া নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালীকরণের প্রস্তাব দিয়ে আসেন। এর আগে ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রস্তাবে তিনি সব দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে সর্বজন শ্রদ্ধেয় বিতর্কমুক্ত ব্যক্তিদের নিয়ে একটি কমিশন গঠনের সুপারিশ করেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই দিনই বিএনপির প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D