সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬
কারান্তরীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জিকে গৌছ কে পবিত্র ঈদুল ফিতরের আগে মুক্তি দেয়ার দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। একই সাথে কারাগারে আটক সকল নেতাকর্মীদের ঈদের পুর্বেই মুক্তি দেয়ার দাবী জানান তারা।
সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী ও জিকে গৌছ সহ সারাদেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। গোটা জাতি যখন পরিবার পরিজন নিয়ে একই সাথে ঈদের প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায় কারারুদ্ধ মেয়র আরিফুল হক চৌধুরী, জিকে গৌছ সহ হাজার হাজার নেতাকর্মীদের পরিবারের ঈদের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে। মানবিক বিবেচনা করে হলেও কারারুদ্ধ মেয়রগণ ও নিরীহ নেতাকর্মীদের ঈদের পুর্বেই নিঃশর্ত মুক্তি দিন। পরিবার পরিজন নিয়ে এক সাথে ঈদ করার সুযোগ দিন। অন্যথায় এই সরকারই শেষ সরকার নয়। অদুর ভবিষ্যতে এই জুলুমের জন্য অবৈধ সরকারকে কঠোর মুল্য দিতে হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd