১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৬
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সিলেট-ঢাকা মহাসড়কে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। হাইওয়ে পুলিশ ও ট্র্যাফিক পুলিশের সমন্বয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও মহানড়কের বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে পুলিশি টহল এবং বসানো হয়েছে চেকপোস্ট। দীর্ঘ এ পথে কোনোভাবেই যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য বাড়ানো হয়েছে ট্র্যাফিক পুলিশের তৎপরতাও।
শেরপুর হাইওয়ে থানার ওসি নজিবুর রহমান বলেন, ‘মহাসড়কে যাত্রীদের জানমাল রক্ষার জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের কয়েকটি টিম কাজ করছে। সে অনুযায়ী ঢাকা-সিলেট মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং ঠেকাতে পুলিশী তল্লাশি অব্যাহত রাখা হয়েছে। এ অভিযান চলবে ঈদের পর পর্যন্ত।’
পুলিশের মতে, ঈদে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মহাসড়কে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ইতোমধ্যেই সব প্রস্তুতি শেষ করেছে হাইওয়ে ও থানা পুলিশ। এ জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ টিম। মহাসড়কের কয়েকটি অংশে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় শুধু ঈদের আগে নয় ঈদের পরও জেলা পুলিশের মোবাইল টিম কাজ করবে মহাসড়কে
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D