৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৬
বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুলফিতর। উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা,বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব। তাই আজকের এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে।
ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্যদিয়ে দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌঁছে দেয়। তা হচ্ছে ‘সকলের তরে সকলের আমরা’। এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভ্রাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মুবারক। ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষে মুমিন মুসলমানদের মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত।
সিলেটবাসী ও দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট বিভাগের কৃতি সন্তান বৃন্দ।
বিশিষ্ট শিল্পপতি আহমদ উস সামাদ চৌধুরী, দানবীর রাগীব আলী, লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর, সাবেক সংসদ সৈয়দা জেবুনেছা হক, সাবেক পৌর চেয়ারম্যান আ ফ ম কামাল, সাবেক সংসদ মকবুল হোসেন লেচু মিয়া, আলহাজ্ব আতিকুর রহমান আতিক, সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, সাবেক চেম্বার সভাপতি ফারুক আহমদ মিছবাহ, সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, মাওলানা আব্দুর রশিদ, কর্ণেল (অব.) আলী আহমদ, সাবেক সংসদ শফি আহমদ চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, আব্দুল্লাহ সিদ্দিকী, মাওলান হাবিবুর রহমান, মাওলানা হাবিবুর রহমান বুলবুলী, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, এডভোকেট গোলাম রাব্বানী, বীর মুক্তি যোদ্ধা আব্দুর রাজ্জাক, জিয়াউল হক জিয়া, শাহীনুর পাশা চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, হারিছ চৌধুরী. আব্দুল গফ্ফার, বিধান কুমার শাহ, আব্দুল কাইয়ুম জালালী পংকী, আসমা কামরান, আফসর উদ্দিন, সামছুজ্জামান জামান, ইমরান আহমদ চৌধুরী, ফয়সল আহমদ চৌধুরী, নজিবুর রহমান নজিব, এম এ শাহিন, সাব্বির আহমদ, হুমায়ুন আহমদ মাসুক, তাজুরুল ইসলাম তাজুল, আব্দুল কাইয়ুম, রুহুল আনাম চৌধুরী মিন্টু, সৈয়দ সাফেক মাহবুব, জামিল আহমদ, শাকিল মুর্শেদ, লোকমান আহমদ, দেবাংশু দাস মিঠু, মুশফিক জায়গীদার, লিটন আহমদ, জাহেদ তালুকদার, কাজী মেরাজ, আব্দুর রউফ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D