সিলেট ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
স্পোর্টস ডেস্ক
মহামারীর কারণে দীর্ঘ কয়েক মাস মাঠে বল গড়ায়নি। চলতি বছরে সর্বসাকুল্যে ১৮টি টেস্ট ম্যাচ হয়েছে।
যে কারণে ১১ ডিসেম্বর ২০১৯ থেকে ১১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত মাঠে গড়ান ২৩টি টেস্ট ম্যাচের পারফরমেন্স নিয়ে বর্ষসেরা টেস্ট একাদশ বাছাই করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট উইজডেন।
তবে প্রকাশের পর পরই বির্তক জন্ম দিয়েছে উইজডেনের ২০২০ বর্ষসেরা টেস্ট একাদশ।
কারণ একাদশে ভারত, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার নেই।
জায়গা হয়নি এ মুহূর্তে টেস্টের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও বিরাট কোহলির!
বিতর্কের শেষ নেই এখানেও। একাদশে ঠাঁই পাননি টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর পেসার প্যাট কামিন্স।
২০২০ সালের বিশ্বসেরা টেস্ট দলের নেতৃত্ব নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের কাঁধে দিয়েছে উইজডেন।
দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের গ্লাভসে দেয়া হয়েছে উইকেট সামলানোর দায়িত্ব।
ওপেনার হিসেবে ইংল্যান্ডের ডম সিবলি ও পাকিস্তানের শান মাসুদকে পছন্দ উইজডেনের।
টপঅর্ডারে ইংল্যান্ডের বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রড ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমে ভরসা রেখেছে উইজডেন। মিডলঅর্ডারে উইলিয়ামসনের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে বোলিংয়েও আধিপত্য নিউজিল্যান্ডের। দেশটির দুই পেসার কাইল জেমিসন ও টিম সাউদি রয়েছেন একাদশে। স্পিন আক্রমণে অস্ট্রেলিয়ার ও নাথান লায়নকে পছন্দ উইজডেনের।
একনজরে দেখে নিন উইজডেনের বর্ষসেরা টেস্ট একাদশ
ডম সিবলি (ইংল্যান্ড), শান মাসুদ (পাকিস্তান), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, অধিনায়ক), বাবর আজম (পাকিস্তান), মার্নাস লাবুশানে (অস্ট্রেলিয়া), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), টিম সাউদি (নিউজিল্যান্ড), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ও নাথান লায়ন (অস্ট্রেলিয়া)।
তথ্যসূত্র: উইজডেন, ইএসপিএন ক্রিকইনফো
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd