উন্নয়ন অংশীদারদের কৈশোরের স্বাস্থ্য কৌশল বিষয়ক সেমিনার

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭

উন্নয়ন অংশীদারদের কৈশোরের স্বাস্থ্য কৌশল বিষয়ক সেমিনার

উন্নয়ন অংশীদারদের কৈশোরের স্বাস্থ্য কৌশল কর্মশালায় আলোচনার জন্য অ্যাকশন ২০১৭-২০৩০ জাতীয় পরিকল্পনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিস ইউনিটের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীর অভিজাত হোটেল রোজভিউ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শেখ মো. শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ডা. মোছাম্মাৎ নাজমানারা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় স্থানীয় সরকার মতিউর রহমান, ইউনিসেফ সিলেটের ফিল্ড অফিসার কাজী দিল আফরোজ, ডা. মো. মুনিরাজ্জামান সিদ্দিকী, ডা. মো. মঈনুদ্দিন আহমদ, ডা. ইসমাইল ফারুক, মো. কুতুব উদ্দিন। উপস্থিত ছিলেন ডা. শিমূল কলি হোসাইন, ডা. মোহাম্মদ শরীফ, ডা. নুর মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১০ থেকে ১৯ বছরের ছেলে মেয়েদের ঝুকিপূর্ণ সকল কাজ থেকে দূরে রেখে তাদের প্রতি বিশেষ খেয়াল রাখাতে হবে। আমাদের আরো সচেতনভাবে সন্তানাধির উপর নজরদারি করে খারাপ দিক থেকে বাচিয়ে রাখতে হবে। কেননা আমাদের এই সকল ছেলে মেয়েদের মাধ্যমে আগামী দিনে ভবিষ্যৎ পরিচালনার স্বপ্ন দেখতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল