সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফাভাবে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের দিন অনেক জায়গায়ই ভোটার শূন্য কেন্দ্রের দৃশ্য মানুষ প্রত্যক্ষ করেছিল। দেশবাসী একই দৃশ্য প্রত্যক্ষ করেছিল ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচন এবং ২০১৬ সালের ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে।
এবার সেই দৃশ্য দেখা গেছে আজ সোমবার ময়মনসিংহে অনুষ্ঠিত জাতীয় সংসদের দুইটি আসনের উপ-নির্বাচনে।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। আমেজহীন এ নির্বাচনে আগ্রহ নেই ভোটারদের মাঝে। কেন্দ্রে নেই কোনো ভোটারের চাপ। ফাঁকা ভোট কেন্দ্র। চোখে পড়েনি কোনো নারী ভোটারও।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে উপজেলার কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি প্রাথমিক ভোটকেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন দৃশ্যই দেখা যায়।
তবে, কলতাপাড়া ভোটকেন্দ্রে ভোটার না থাকলেও স্কুল মাঠে একটি কুকুরকে অলস সময় কাটাতে দেখা গেছে।
কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আবুল কাশেম জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৮০টি।
ভোটারহীন কেন্দ্রের ভেতরে অলস সময় কাটাচ্ছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্থানীয় সুমন নামের এক যুবক জানালেন, ১০ম জাতীয় নির্বাচনের ইতিমধ্যে তিন বছর চলে গেছে, তাছাড়া তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় এ নির্বাচনে তেমন কোনো আগ্রহ নেই ভোটারদের মাঝে। সেজন্য দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষ ভোট দিতে আসতে আগ্রহ দেখাচ্ছে না।
কলতাপাড়া ভোটকেন্দ্র পরিদর্শনে এসে নৌকার প্রার্থী নাজিম উদ্দিন বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় ভোটারদের আসতে দেরী হচ্ছে। আবহাওয়া ঠিক হলে ভোটার সংখ্যা বেড়ে যাবে এবং ৬০ ভাগ ভোট কাস্ট হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ২৩৫ জন। এ আসন থেকে আ’লীগের মনোনয়নে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. নাজিম উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক, জাতীয় পার্টির শামসুজ্জামান, ইসলামী ঐক্যজোট মনোনীত হাফেজ মাও. আবু তাহের খান ও ন্যাপ মনোনীত আব্দুল মতিন।
অন্যদিকে, ময়মনসিংহ-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৬৯৪ জন। এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মানকিন পুত্র জুয়েল আরেং, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতীক নিয়ে মাঠে আছেন সেলিনা খাতুন ও আপিল করে মনোনয়ন ফিরে পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন জাতীয় পার্টি থেকে অ্যাড. সোহরাব হোসেন।
গত ১১ মে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও গত ২ মে
ময়মনসিংহ-৩ আসনের এমপি ডা. মুজিবুর রহমান ফকির মৃত্যুবরণ করায় আসন দুটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd