সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৬
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ মানেই বিনোদন। প্রতিদিনই জন্ম দেন নতুন নাটকের। আজও তেমনই নতুন এক নাটকের জন্ম দিলেন রাজনীতির এই রোমান্টিক বয়। বেলা সাড়ে ১১টায় বনানীর দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা চলছিল। ওই সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বক্তব্য দিয়ে উঠে যাচ্ছিলেন। এমন সময় প্রিয়তমার স্ত্রীর হাত ধরে এরশাদ বলেন, কোথায় যাচ্ছ। আমি তোমার জন্য একটি কবিতা লিখেছি। কবিতাটা শোন। রওশনকে ‘আলোর মৌমাছি’ নামে একটি কবিতা পড়ে শোনান। কবিতা শেষে এরশাদ বলেন রওশন আমার আলোর মিছিল। স্বামীর কবিতা শোনে রওশন বলেন, তিনি যেহেতু আমাকে কবিতা শুনিয়েছেন। আমিও তাকে একটি কবিতা শোনাবো। এরপর রওশন এরশাদ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্জ্বরের স্বপ্ন’ কবিতাটি এরশাদকে পড়ে শোনান। এসময় উপস্থিত দলের নেতাকর্মী ও সাংবাদিকরা তাদের করতালি দিয়ে অভিনন্দন জানান। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদার প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd