এক বধূর দুই স্বামী, সন্তান নিয়ে টানাটানি

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

এক বধূর দুই স্বামী, সন্তান নিয়ে টানাটানি

নরসিংদীতে এক নারীর স্বামীর দাবিদার দুজন। ওই গৃহবধূর গর্ভের এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়েও বর্তমানে আইনি লড়াই চলছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। ইতোমধ্যে বিষয়টি নরসিংদীর আদালতপাড়াসহ শিবপুর থানা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এদিকে সন্তানকে ফিরে পেতে ধারে ধারে ঘুরছেন এক বাবা। পিতৃত্বের দাবি নিয়ে সন্তানের স্বীকৃতি চেয়ে আদালতে মামলা করেছেন তিনি। এরই প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সন্তানের মায়ের বিরুদ্ধে।

হাসনারা আক্তার হাসি নামে ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করছেন পাশাপাশি উপজেরার দুইজন। তারা হলেন, মনোহরদী উপজেলার ফখরুদ্দিন ওরফে আকন্দ মামুন ও শিবপুরের খোকন মিয়া।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, কুমিল্লা উত্তর জেলার তিতাস উপজেলার প্রথম দশানীপাড়ার মেলাইল্যাবাড়ির আবুল হোসেনের মেয়ে হাসনারা আক্তার হাসি বর্তমানে ঢাকার কদমতলী থানার মেরাজনগরে বসবাস করছেন।

১০-১২ বছর আগে মনোহরদী উপজেলার চক তাতারদী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ফখরুদ্দিন ওরফে আকন্দ মামুনের সঙ্গে তার বিয়ে হয়। মামুন মালয়েশিয়ায় থাকার সময় হাসি বহু যুবককে প্রেমের ফাঁদে ফেলে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ সব লুটে নেন।

হাসির সর্বশেষ শিকার শিবপুর উপজেলার মজলিশপুর গ্রামের মৃত সালাম সরকারের ছেলে খোকন সরকার। অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে কদমতলীর মেরাজনগরে হাসি তার মা-বাবা, ভাই ও দুই ছেলেমেয়ে নিয়ে বসবাস করছেন।

স্বামী মামুন দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর একবছর আগে দেশে আসেন। তবে হাসির একবছর তিন মাসের ছেলে মাসুম মূছার পিতৃত্বের দাবি নিয়ে আদালতে মামলা করেন নরসিংদীর খোকন।

ওই অভিযোগের তদন্ত প্রতিবেদন গত ৬ সেপ্টেম্বর নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দনকান্তি নাথের আদালতে দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

গত ১৬ অক্টোবর আদালত হাসির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে। তাকে গ্রেফতারে সহায়তা চেয়ে শিবপুর থানা থেকে তারবার্তায় কদমতলী থানায় ওয়ারেন্টের একটি কপি পাঠানো হয়।

মামলার বাদী খোকন মিয়া বলেন, ডেসটিনিতে কাজ করতে গিয়ে হাসির সঙ্গে আমার পরিচয়। সে নিজেকে অবিবাহিতা দাবি করেছিল। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০১৪ সালের ১৪ এপ্রিল আমরা বিয়ে করি। সংসার জীবনে তার গর্ভে আমার জন্ম নেয়।

গর্ভে সাত মাসের সন্তান নিয়েই নিখোঁজ হয়ে যায় হাসি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাই। জানতে পারি তার আগের সংসার ও একটি কন্যাসন্তান রয়েছে এবং সে আগের স্বামীর সঙ্গেই আছে। আমার সঙ্গে সব সম্পর্ক অস্বীকার করছে সে।

খোকন আরো বলেন, আমি কিছুই চাই না। কেবল আমার সন্তানের স্বীকৃতি চাই। সন্তানকে ফিরে পেতে চাই। ডিএনএ পরীক্ষা করলেই তো সব প্রমাণ হয়ে যাবে। এদিকে ওয়ারেন্ট জারি হলেও পুলিশ হাসিকে গ্রেফতার করছে না। উল্টো হাসি আমার বিরুদ্ধে ৭ ধারায় মামলা করেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে হাসি বলেন, খোকনের সঙ্গে আমার পরিচয় হয় ডেসনিটিতে কাজ করার সময়। সে একটা প্রতারক। আমার টাকা মেরে দেয়ার জন্যই নানা ধরনের নাটক করছে সে।