৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: এডভোকেট লুৎফর রহমান কে স্মরণ করল সিলেট জেলা আ’লীগ : ১ম মৃত্যুবার্ষিকী পালিত
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বর্ষিয়ান রাজনীতিবিদ এডভোকেট মোঃ লুৎফুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ শুক্রবার (২ সেপ্টেম্বর ২০২২) বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনার শুরুতেই সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর সঞ্চালনায় মরহুম এডভোকেট মোঃ লুৎফুর রহমান কে স্মরণ করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও মরহুম এডভোকেট লুৎফুর রহমানের বড় ছেলে অধ্যাপক লুৎফুল এলাহী কাওসার স্বপন। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আমৃত্যু আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ এডভোকেট মোঃ লুৎফুর রহমান ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ সৈনিক। তাঁর নেতৃত্ব ছিল আমাদের জন্য অনুকরণীয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সিলেট জেলা আওয়ামী লীগকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন। আমরা এখনো গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করি। সিলেট জেলা আওয়ামী লীগ এখনো তাঁর শূন্যতা অনুভব করে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, মোঃ জাকির হোসেন, এডভোকেট মনসুর রশীদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D